কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ-সংলগ্ন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে গতকাল শনিবার এক কন্যাশিশু ও তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যসহ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। ২৫ জনকে উদ্ধার করেছে বিজিবি। ডুবে যাওয়া নৌকায় অর্ধশতাধিক রোহিঙ্গা ছিলেন বলে জানিয়েছেন জীবিতরা।
নিখোঁজ মো. বিল্লাল (৩০) শাহপরীর দ্বীপ বিজিবি সীমান্ত ফাঁড়ির সিপাহি। তার সঙ্গে একটি রাইফেল ও চারটি ম্যাগাজিন ছিল। মৃত ও নিখোঁজ রোহিঙ্গাদের নাম জানা যায়নি।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘রোহিঙ্গা বহনকারী নৌকা শুক্রবার রাত আড়াইটায় ডুবে যায়। গতকাল রাত ৮টা পর্যন্ত চার রোহিঙ্গার ভাসমান মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় বিজিবির সদস্যসহ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।’
স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা টেকনাফে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ায় সাগরে ভাসতে দেখা যায়। বিজিবি সদস্যরা স্থানীয় মাছ ধরার নৌকা নিয়ে রোহিঙ্গা বহনকারী নৌকাটি থামানোর সংকেত দেন।
ওই নৌকায় উঠেন বিজিবি সদস্য। সাগরের উত্তাল ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। তাদের চিৎকারে ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেন স্থানীয় জেলে ও বিজিবি। পরে নিখোঁজদের সন্ধানে সাগরে তল্লাশি চালানো হয়। স্থানীয় বাসিন্দা ঈমান হোসাইন ও আবুল মনছুর মিলে তাদের মিয়ানমার থেকে আনছিল।
ডুবে যাওয়া নৌকার মালিক মো. আমিন বলেন, ‘মাঝরাতে সাগরে রোহিঙ্গাবোঝাই নৌকা ধরতে যাওয়ার কথা বলে ওই বিজিবি সদস্য আমার নৌকাটি নিয়ে যান। পরে রোহিঙ্গা বহনকারী নৌকাটি কূলে নিয়ে আসার পথে ঢেউয়ের স্রোতে সাগরে ডুবে যায়।’
শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মান্নান বলেন, ‘নৌকাডুবির ঘটনায় সমুদ্রে বিজিবি সদস্যদের তৎপরতা চোখে পড়ার মতো। ভোরে ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো বিজিবির এক সদস্যসহ বেশকিছু রোহিঙ্গা নিখোঁজ।’
শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া জেলে ঘাটের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, ‘স্থানীয় কিছু দালাল মিলে টাকার বিনিময়ে রোহিঙ্গাদের পারাপার করছে।’
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘নৌকার তলা ফেটে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নৌকাটি উদ্ধার করা গেলেও নিখোঁজ কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে সমুদ্রে ভাসমান মৃতদেহ দেখা যাচ্ছে। উদ্ধার অভিযান চলছে। উদ্ধার রোহিঙ্গারা বিজিবির হেফাজতে রয়েছেন।’
আপনার মতামত লিখুন :