স্কুল কমিটি নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১০:৪৮ এএম

স্কুল কমিটি নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে এই হতাহত হয়েছে।

সংঘর্ষে নিহত যুবকের নাম আশিক খাঁ, তিনি মুমুরদিয়া ইউনিয়নের চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে।

স্থানীয়রা জানান, স্কুল কমিটির এডহক কমিটি নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। শনিবার দুপুরে এই উত্তেজনা সংঘর্ষে পরিণত হয়, যখন উভয় পক্ষের সমর্থকরা স্কুল প্রাঙ্গণে একে অপরের দিকে আক্রমণ করে।

এ সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিক খাঁ মারা যান।

এ বিষয়ে হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে; তবে এখনো কেউ মামলা করেনি। অভিযোগের ভিত্তিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংঘর্ষের ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!