বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার ভোরে সিলেট সদর উপজেলার হাউসা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে মহানগরের শাহপরান (রহ.) থানা পুলিশ। আক্তার হোসেন সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী।
থানার ওসি মো. মনির হোসেন জানিয়েছেন, শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের এক কর্মী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ১২টার দিকে তাকে আদালতে হাজির করা হয়েছে।
গত বছরের ডিসেম্বরে ২৭৩ সদস্যের সিলেট জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে আহ্বায়ক করা হয় আক্তার হোসেনকে।