আত্মসমর্পণকৃত ১২৭ জলদস্যুর মাঝে র‍্যাবের ঈদ উপহার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০১:৫৫ পিএম

আত্মসমর্পণকৃত ১২৭ জলদস্যুর মাঝে র‍্যাবের ঈদ উপহার

ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া উপকূলীয় এলাকা থেকে ২০১৮, ২০ ও ২২ সালে আত্মসমর্পণকৃত ১২৭ জন জলদস্যু তথা আলোর পথের অভিযাত্রীদের মাঝে র‍্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে আসন্ন 

পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ ও তাদের বর্তমান জীবনযাপনের ওপর একটি বিশেষ মতবিনিময় সভা 

রোববার (২৩ মার্চ) বেলা ১১টায় বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।

আরও উপস্থিত ছিলেন, র‍্যাব-৭ উপপরিচালক মেজর সাদমান, বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান মতবিনিময় সভায় বলেন, যারা আলোর পথে ফিরে এসেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতা করা হচ্ছে।

র‍্যাব ফোর্সেসের পক্ষ থেকে তাদের তদারকি করা হয়। তাদের কাছে বার্তা দিতে চাই যারা সুস্থ জীবনে ফিরে এসেছে তাদের পাশে সবসময় থাকব। 

তাদের মামলাগুলো প্রত্যাহারের জন্য তালিকা পাঠিয়েছি। তাদের আহ্বান জানাচ্ছি, যেন পূর্বের জীবনে ফিরে না যায়।

এদিকে ঈদ শুভেচ্ছা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আলোর পথে আসা আত্মসমর্পণকারী অভিযাত্রীরা।

আরবি/জেডআর

Link copied!