বুধবার, ২৬ মার্চ, ২০২৫

স্বামীর সঙ্গে ঝগড়া, কীটনাশক পান করে স্ত্রীর মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৭:৪২ পিএম

স্বামীর সঙ্গে ঝগড়া, কীটনাশক পান করে স্ত্রীর মৃত্যু

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় থানায় পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে শারমিন বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (২২ মার্চ)  উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামে বিয়োগান্তক ঘটনাটি ঘটে।

ঘটনার শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত শারমিন ওই গ্রামের ইব্রাহিম ঘরামির স্ত্রী।

জানা গেছে, শারমিন বেগমের সঙ্গে ১২ বছর আগে ইসলামি শরিয়ত মোতাবেক পারিবারিকভাবে পাশের গ্রামের মো. ইব্রাহিম ঘরামির সঙ্গে শারমিনের বিয়ে হয়।

দাম্পত্য জীবনে তাদের তাছিন (৮) ও তানিসা (৩) দুই সন্তান রয়েছে । স্বামী ইব্রাহিম এবং শ্বশুর সাত্তার ঘরামি কৃষিকাজ করেন, আর শাশুড়ি জীবিকার তাগিদে জর্ডানে কর্মরত রয়েছেন।

গত শুক্রবার (২০ মার্চ) পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তার। শনিবার বিকেলে শ্বশুর কীটনাশক নিয়ে সূর্যমুখী ক্ষেতে যান, আর স্বামী ইব্রাহিম গোসল করতে পুকুরে যান। এ সময় একা থাকার সুযোগে শারমিন ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে চাচি-শাশুড়ি লাইজু বেগম তাকে কাতরাতে দেখে চিৎকার করলে স্বামী-শ্বশুরসহ আশপাশের লোকজন ছুটে আসেন এবং দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসা শেষে শারমিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিলো। পথিমধ্যে আমতলী থানার কাছে পৌঁছলে শারমিনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এক পর্যায়ে বরিশাল না নিয়ে ফের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার পরিদর্শক ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানোর প্রস্তুতি চলছে । এ ঘটনায় শারমিনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরবি/জেডি

Link copied!