ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সুন্দরগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৯:২৮ পিএম
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘটনদী থেকে ভাসমান অবস্থায় স্বপন বাস্ফোর (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগীরি গ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্বপন বাস্ফোর ঐ ইউনিয়নের মনমথ গ্ৰামের মৃত হাজারী বাস্ফোরের ছেলে। তিনি পেশায় একজন সুইপার।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহুরুল হক জানান, গত বুধবার (১৯ মার্চ) গভীর রাতে নেশাগ্ৰস্ত অবস্থায় বাড়ি থেকে বের হন তিনি। পরিবার জানায় তখন থেকেই তিনি নিখোঁজ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ ঘাঘটনদী থেকে উদ্ধার করে।