নওগাঁর ধামইরহাটে শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টায় ধামইরহাট সরকারি এম.এম ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গসংগঠনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ধামইরহাট পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খাঁন।
এ ছাড়াও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক মেয়র নাজমুল হক সানি, জেলা মহিলাদলের সভানেত্রী সামিনা পারভীন পলি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ধামইরহাট বিএনপি নেতা আলহাজ মো. হানজালা, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য শামীম কবির মিল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ২০ থেকে ২৫ হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :