ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

বাকেরগঞ্জে প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ১২:০৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বরিশালের বাকেরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ (রবিবার) উপজেলা পরিষদ হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিল সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান।  

প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইমরান খান সালামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ।

বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি‍‍র সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরঞ্জিত বড়ুয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বাকেরগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেদোয়ান আহমেদ, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, বিএনপি নেতা শাহ আলম, উপজেলা প্রকৌশলী ( এল জিইডি)  হাসনাঈম আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বদরুল আমিন, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, বাকেরগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম মনিরুজ্জামান, পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনির, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা, সহসভাপতি জাকির জোমাদ্দার, আল আমিন মিরাজ, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন, লিটন মৃধা, জোবায়ের হোসেন, রায়হান হোসেন, জিয়াউল হক আকন,  হাফেজ খলিলুর রহমান, সোহেল হাসান মুসা, জুয়েল তালুকদার, মাসুদুর রহমান, মাসুদুর রহমান মোর্শেদ, বায়েজিদ বাপ্পি, মো. মহাসিন মোল্লা, মিজানুর রহমান, শামিম আহমেদ, এসএম পলাশ, বেল্লাল হোসেন, সম্পাদক জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, মাইনুল ইসলাম, অরুন দাশ, মোশাররফ হোসেন প্রমুখ। উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল হাওলাদার, সদস্য সচিব কবির খান, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক আলাল হাওলাদার, সদস্য সচিব জসিম হাওলাদার প্রমুখ।

দোয়া মাহফিলে বাকেরগঞ্জ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। শেষে অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।