ভোলার তজুমদ্দিনে গভীর রাতে সিঁধ কেটে চুরির পর আগুন দিয়েছে একটি বসতঘরে। সোমবার (২৪ মার্চ) রাত ১টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড চর কোড়ালমাড়া চারপাশি পোলের গোড়ায় মো. নোয়াব মিয়ার ছেলে ওমান প্রবাসী মো. ফয়সালের বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা ।
পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে উপজেলা ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করে। ঘটনাস্থলে ফায়ার কর্মীরা পৌঁছার আগে সম্পূর্ণ বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা গবাদিপশু, সব আসবাবপত্র। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।
স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা জ্বলে উঠে। পুরো ঘরের চারপাশে আগুন জ্বলে। ঘরের ভিতরে কোনো লোকজন না দেখে স্থানীয়রা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
দীর্ঘক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিভানোর পরে দেখি ঘরে সিঁধ কাটা, ধারণা করা যায়, চুরি করে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আগুনে ক্ষতিগ্রস্ত ওমান প্রবাসী ফয়সালের স্ত্রী জাহিদা বেগম জানান, রোববার সন্ধ্যার পর আমি এবং আমার ছেলেমেয়ে নিয়ে ঘরে তালা দিয়ে আমার বাবার বাড়ি যাই।
রাতে আমার কাছে খবর আসে আমার ঘরে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে বাবার বাড়ি থেকে এসে দেখি আমার ঘর পুড়ে ছাই। পরে দেখতে পাই ঘরের পিঁরার সিঁধ কেটে চুরি করার পরে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। আমাদের তিলে তিলে গড়া সবকিছু নিমিষেই শেষ হয়ে গেছে।
এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি মহব্বত খান বলেন, আগুনে বসতঘর পুড়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :