বুধবার, ২৬ মার্চ, ২০২৫

আগৈলঝাড়ায় ঈদ বাজার জমে উঠেছে

আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৪:৩৪ পিএম

আগৈলঝাড়ায় ঈদ বাজার জমে উঠেছে

ছবি: রূপালী বাংলাদেশ

শেষ সময়ে জমে উঠেছে বরিশালের আগৈলঝাড়ায় ঈদের বাজার। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠেছে বরিশালের আগৈলঝাড়ার ঈদ বাজার।

ব্যবসায়ীরা জানান, ১৫ রমজানের পর থেকে তাদের বিক্রি বেড়েছে। শেষ দিকে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা।

উপজেলার বিভিন্ন মার্কেট এবং ফুটপাত সবখানেই এখন ক্রেতাদের ভিড় বাড়ছে। পরিবারের সদস্যরা কেউ নিজের জন্য, কেউ আত্মীয় স্বজনদের জন্য নতুন জামা, জুতা, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী, গেঞ্জি, বাচ্চাদের পোশাক কেনাকাটায় ব্যস্ত। এ বছর শাড়ীর চেয়ে থ্রি-পিসের চাহিদা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে অন্য বছরের তুলনায় এ বছর পোষাকের দাম একটু বেশি বলে ক্রেতাদের অভিমত। 

উপজেলার সদর, পয়সারহাট বাজার, গৈলা বাজার, রাজিহার বাজার, বাশাইল বাজার, সাহেবেরহাট বাজারসহ বিভিন্ন মার্কেটে ক্রেতাদের কিছুটা ভির লক্ষ্য করা গেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে ঝুলানো হয়েছে বিভিন্ন ধরনের ব্যানার। রেডিমেট গার্মেন্টস, জুতা, কসমেটিক ও ঈদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে বেশি। বিশেষ করে নারী ক্রেতাদের ভির ছিল লক্ষণীয়।

আগৈলঝাড়া সদর বাজারের ব্যবসায়ীরা জানান, রমজানের শুরুতে বিক্রি কিছুটা কম হলেও ১০ রমজানের পর থেকে বিক্রি বেড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত কাপড় আর প্রসাধনীর দোকানে নারী ক্রেতাদের ভির লক্ষনীয়।

আরবি/আবু

Link copied!