গাজীপুরে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার (২৪ মার্চ) ভোররাতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকার একতা মার্কেটের গলিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরীর বাসন থানা থানার অফিসার ইনচার্জ মো. কায়সার আহমেদ।
হত্যার শিকার নিহত মনিরুল ইসলাম (১৮) রংপুর জেলার পীরগঞ্জ থানার মিল্কি এলাকার আ. সামাদের ছেলে। নিহত মনিরুল ইসলাম বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকার ভাড়াকৃত বাসায় বসবাস করতেন।
গাজীপুর মহানগরীর বাসন থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাকবিতণ্ডার জেরে মনিরুল ইসলাম হত্যার শিকার হয়েছেন।