বুধবার, ২৬ মার্চ, ২০২৫

পঞ্চগড়ে শতাধিক গাড়ি নিয়ে সারজিসের শোডাউন

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৫:১১ পিএম

পঞ্চগড়ে শতাধিক গাড়ি নিয়ে সারজিসের শোডাউন

ছবি : ভিডিও থেকে নেওয়া

পঞ্চগড়ে শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় তার ছবি-সম্বলিত পোস্টার সাঁটানো মাইক্রোবাস, ট্রাকে করে লোকজনকে নানা স্লোগান দিতে দেখা যায়।

সোমবার (২৪ মার্চ) দুপুরে উড়োজাহাজে করে ঢাকা থেকে নীলফামাীর সৈয়দপুর বিমানবন্দরে পৌছান তিনি। সেখান থেকে বিরাট গাড়ি বহরে করে পঞ্চগড়ে যান।

এ সময় সারজিস আলম সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, ‘এনসিপির ব্যানারে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে’।

এর আগে, সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে আমরা কখনই সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশা করব না। তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ সেটা তারা ঠিকমত পালন করে যাবে- এটাই আমাদের প্রত্যাশা।”

এ সময় তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীসহ যে কেউ যেন আর ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ এর গল্প না শোনায়।”

আরবি/এসএমএ

Link copied!