বুধবার, ২৬ মার্চ, ২০২৫

‘নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা মেনে নেয়া হবে না’

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৭:২০ পিএম

‘নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা মেনে নেয়া হবে না’

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, দীর্ঘ ৭ মাস হলে ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও নির্বাচনের কোন উদ্যোগ নেই। নির্বাচনের কথা শুনলে কিছু মানুষের গা-জ্বালা পোড়া শুরু হয়।

এ নির্বাচনে কারচুপি ও ডাকাতির জন্যই কিন্তু হাসিনা বিশ্বে স্বৈরাচারী হয়ে উঠেছিল। আমরা চাই নির্বাচন নিয়ে তালবাহনা করে আপনারা হাসিনার মতো না হোন।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশ সংস্কারে ৩১ দফা প্রস্তাব দিয়েছেন। এ সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করার পায়তারা মেনে নেয়া হবে না।

ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির কোন নেতাকর্মী আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে যাবে না।

গতকাল সোমবার বগুড়ার শিবগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ পৌর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন তিনি। 

পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইন, শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল ওহাব।

এসময় বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির  সাবেক সাধারন সম্পাদক এস এম তাজুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মাষ্টার আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের , উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু,  সহ-সভাপতি আফছার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান। 

প্রসঙ্গতঃ শিবগঞ্জ পৌরসভার ৫টি ভোট কেন্দ্র কমিটির নেতৃবৃন্দসহ হাজার হাজার সাধারণ জনতা ইফতার মাহফিলে অংশ নেয়। ইফতারে অনেক সনাতন ধর্মাবলম্বী মানুষও অংশগ্রহণ করেন। এসময় মাঝিহট্ট ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রতি সমর্থন জানান। ইফতারের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

আরবি/আবু

Link copied!