কুড়িগ্রামের ফুলবাড়ীতে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে ।
সোমবার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক।
উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাওলানা আব্দুল মতিন ফারুকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হামিদ।
আরো বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা সেকেন্দার আলী, উপজেলা বাইতুল মাল বিষয়ক সেক্রেটারি বেলাল হোসেন সহ বিভিন্ন নেতা কর্মী বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, ফুলবাড়ী উপজেলা ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, শাহ্ বাজার এএইচ ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাবেক অধ্যক্ষ আবুল কাশেম সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ নজরুল ইসলাম মিঞা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।