ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

বাগাতিপাড়ায় বনবিড়াল উদ্ধার, দুইটি খেয়েছে কুকুর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৭:৫৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরের বাগাতিপাড়া থেকে দুটি বনবিড়ালের বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যরা।

স্থানীয় বাসিন্দা আশুরা জান্নাতসহ অনেকে জানান, চারটি বন বিড়ালের বাচ্চার মধ্যে দুটিকে বনবিড়ালের বাচ্চা উপজেলার হাটদৌল এলাকায় পাওয়া যায়। আর দুটি বাচ্চা কুকুর খেয়ে ফেলে। 

সেখান থেকে তারা অনেক কষ্টে বাচ্চা দুটিকে বাড়িতে নিয়ে আসেন। পরর্বতীতে বিষয়টি পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ এর নজরে আসলে, বিবিসিএফ সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যরা প্রাণীগুলো উদ্ধার করে ও দুপুরে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড স্কাউট সোহেল রানা বলেন, বাচ্চা দুটিকে নিবিড় পরির্চযায় রাখা হবে। পরর্বতীতে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

বিবিসিএফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, আমরা খবর পেয়েই বন্যপ্রানী দুটিকে উদ্ধারের জন্য ছুঁটে চলে আসি।

বনবিড়াল উদ্ধার ও হস্তান্তরে উপস্থিত ছিলেন, রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড স্কাউট সোহেল রানা,বিবিসিএফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী,মোস্তাফিজুর রহমান,আশুরা জান্নাতসহ প্রমূখ।