ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ধুনটে দুই যুবককে ডিবি পরিচয়ে অপহরণ, আটক ৬

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৯:৪০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে রাব্বি হাসান ও জাহাঙ্গীর নামে দুই যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পর পালিয়ে যাওয়ার সময় রাজশাহী মেট্রোপলিটন ডিবির ১ এসআই, ৪ কনস্টেবল ও গাড়ির চালকসহ ছয়জনকে আটক করেছে কুন্দারহাট হাইওয়ে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ২ লাখ টাকা নগদ, ১টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে বগুড়া-নাটোর হাইওয়ের বীরগ্রাম নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাজশাহী মেট্রোপলিটন ডিবিতে কর্মরত এসআই শাহীন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুর আলম, বাশির আলী ও ড্রাইভার মেহেদী হাসান।

ভুক্তভোগী দুই পরিবারের অভিযোগ, রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে একদল ব্যক্তি তাঁদের বাড়িতে আসে।

ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়। এরপর শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় নিয়ে গিয়ে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

টাকা না দিলে হত্যা করে গুম করার হুমকি দেওয়া হয়। পরে রাতেই জাহাঙ্গীরের পরিবার ২ লাখ টাকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে রাব্বির পরিবার বিকাশের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা পাঠালে তিনিও ছাড়া পান। রাব্বি মুক্তি পাওয়ার পর তাঁর পরিবার মোটরসাইকেল নিয়ে অভিযুক্তদের গাড়ির পিছু নেয়। 

পরে নন্দীগ্রামের কুন্দারহাট এলাকায় হাইওয়ে পুলিশের টহল দলের কাছে তাঁরা পুরো ঘটনা জানান। এরপর পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, আমরা রাতের টহলের সময় খবর পাই যে, একদল ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে মুক্তিপণ আদায় করেছে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার বিকেলে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।