ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

রূপসী নওগাঁর আয়োজনে ইফতার মহাফিল

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৯:৪৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

নওগাঁয় রূপসী নওগাঁ‍‍`র আয়োজনে ইফতার মহাফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের মুক্তির মোড় পার্কভিউ রেস্টুরেন্টে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এই ইফতার মহাফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রূপসী নওগাঁ‍‍`র সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন পরিচালনায়  উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য মাওলানা শামীম আহমেদ নুরি, খন্দকার মোঃ এনামুল হক, প্রধান সহকারী, কর অঞ্চল রাজশাহী, সদস্য ইউনুস আলী, রায়হান হোসেন, মিনহাজুল ইসলাম, শাহীন হোসেন।

এ সময় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রূপসী নওগাঁ সংগঠনের সদস্য মূফতী হারুনুর রশীদ।

উল্লেখ্য, ‘রূপসী নওগাঁ’ ২০১৬ সালে যাত্রা শুরু করে।

গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ ও শিক্ষাদান কর্মসূচী, পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ, তাদের শিক্ষা প্রদানের ব্যবস্থা করা ও পাঠ্যপুস্তক বিতরণ, বিনামূল্যে রক্তদান ও জনসাধারণকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ তৈরি করা, সমাজের অসহায় অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, অসহায় অবহেলিত পরিবারের মাঝে ঈদে পোশাক ও ঈদ সামগ্রী বিনামূল্যে বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ, দুস্থ ও অসহায়দের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচী ও বৃক্ষ রোপণে উৎসাহিত করা, বয়স্ক লোকদের শিক্ষার ব্যবস্থা করা, বেওয়ারিশ লাশ দাফন, পরিষ্কার পরিচ্ছন্নতা মূলক কর্মসূচী ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক ক্যাম্পেইনগুলো ধারাবাহিকভাবে পালন করে আসছে সংগঠনটি।