বুধবার, ২৬ মার্চ, ২০২৫

স্বেচ্ছাসেবক দলনেতার পরিবারের পাশে তারেক রহমান

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৮:৪৫ এএম

স্বেচ্ছাসেবক দলনেতার পরিবারের পাশে তারেক রহমান

ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সংগঠক শহীদ নুর মোহাম্মদ হেন্জুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেতারা।

সোমবার (২৪ মার্চ) সকালে তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত নুর মোহাম্মদ হেন্জুর পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও তারেক রহমানের শুভেচ্ছা কার্ড তুলে দেওয়া হয়।

উপহার প্রদান করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

এ সময় বেলায়েত হোসেন বুলু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ হয়েছেন নুর মোহাম্মদ হেন্জু। গত ১৬ বছর ধরে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পাশে ঈদ শুভেচ্ছা নিয়ে দাঁড়াচ্ছেন তারেক রহমান।

এবার থেকে জুলাই বিপ্লবে শহীদদের পরিবারগুলোকেও ঈদ উপহার দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক শহীদদের আত্মত্যাগ কখনো ভোলার নয়। এই আত্মত্যাগের কোনো প্রতিদান হয় না, তবে দেশকে স্বৈরাচার মুক্ত করতে তাদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম আজীবন সাম্য ও মানবতার কল্যাণে কাজ করেছেন। তার দেখানো পথেই এগিয়ে চলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাজার মাইল দূরে থেকেও তিনি সবসময় নেতাকর্মীদের খোঁজখবর রাখেন এবং সুখী, সমৃদ্ধ, সাম্য ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।

ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক কৃষিবিষয়ক সম্পাদক কামরুল হাসান, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-পরিবারবিষয়ক সম্পাদক জাকির হোসেন মিশু, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. পারভেজসহ অন্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ নিহত নুর মোহাম্মদ হেন্জুর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বিশেষ করে সন্তানদের ভবিষ্যতে যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়, সে বিষয়ে আশ্বাস দেন তারা।

আরবি/জেডআর

Link copied!