শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৯:৪৯ এএম

গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। এতে পুড়ে গেছে তিনটি গোডাউনের বিপুল পরিমাণ মালামাল।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত চারটার দিকে সুমনের গোডাউন থেকে আগুনে সূত্রপাত হয়। বিভিন্ন শিল্পকারখানার পরিত্যক্ত মালামাল ও কাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে।

এক পর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা রশিদ ও রফিকের গোডাউনে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে কালিয়াকৈর থেকে ২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় কোনাবাড়ির থেকে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। চার ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঝুটের গোডাউনে আগুনের খবর পেয়ে প্রথমে দুই ইউনিট ও পরে আরো দুই ইউনিটসহ মোট চার ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানাতে পারেননি তিনি।

আরবি/জেডআর

Link copied!