শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

ময়মনসিংহের তিন একর বনাঞ্চল পুড়ে গেছে

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০২:০৬ পিএম

ময়মনসিংহের তিন একর বনাঞ্চল পুড়ে গেছে

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের তিন একর বনাঞ্চল পুড়ে গেছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার বিষয়টি জানতে পারেন বন বিভাগের কর্মীরা। পরে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাত ৮টার দিকে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ করেন। রাত সোয়া ৯টার দিকে বনের আগুন নিয়ন্ত্রণে আসে।
কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে বলা যাবে। তবে মনে হচ্ছে, কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে।

স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে উথুরা রেঞ্জের আঙ্গারগারা বিটের অধীন চানপুর এলাকায় আগুন লাগার খবর পান বন বিভাগের কর্মীরা। পরে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।

বনাঞ্চলে বেতগাছের ভেতর দিয়ে শুকনা পাতায় আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর দিলে আগুন লাগার সোয়া তিন ঘণ্টা পর রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের ভালুকার আঙ্গারগারা বিটের কর্মকর্তা মো. মাজহারুল হক বলেন, সংরক্ষিত বনাঞ্চলটির গজারি ও সেগুনগাছের নিচে বেতবাগানসহ বিভিন্ন ছোট গাছ ছিল। বনাঞ্চলে শুকনো পাতার স্তর ছিল। পাতার মধ্যে আগুনের সূত্রপাত।

তিনি আরও বলেন, বনের ক্ষতি করার জন্য কেউ উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগিয়ে দিয়েছে বলে মনে হয়েছে। আগুনে অন্তত তিন একর বনভূমির বেতবাগান ও ছোট গাছ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরবি/জেডআর

Link copied!