শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

ত্রিশ কেজি ওজনের বোল মাছ, ১২ লাখ টাকা মণে বিক্রি

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০২:৩১ পিএম

ত্রিশ কেজি ওজনের বোল মাছ, ১২ লাখ টাকা মণে বিক্রি

ছবি: রূপালী বাংলাদেশ

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মার্কেটে ত্রিশ কেজি ওজনের বোল মাছ উঠেছে। এফ ফি সাইফ বোটে ধরা পড়া সামুদ্রিক মাছটি সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হয়েছে।

জানা গেছে, গত দশ দিন আগে পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় এফ ফি সাইফ বোট। সমুদ্রের ১৮০ নটিক্যাল মাইল দূরে জাল ফেলা হলে মাছটি ধরা পড়ে।

বোটের মাঝি জানান, আজ সকালে পাথরঘাটা বিএফডিসি মার্কেট ওঠানো হলে আলম মার্চেন্ট এজেন্ট ফিস ব্যবসা প্রতিষ্ঠানটি খোলা ডাকে বিক্রি করে। 

সাইফ কোম্পানির ব্যবস্হাপক মনিরুল হক মাসুম জানান, মাছটির ওজন হয় ত্রিশ কেজি একশো গ্রাম। মাছটি ১২ লাখ টাকা মণ দরে দশ লাখ ছাপ্পান্ন হাজার টাকায় প্রথমে বিক্রি হয়। মাছটি কোরাল বোল পুরুষ জাত ভেবে বেশি দরে বিক্রি হয়। পর মাছটির পেট থেকে বালিশ সংরক্ষণ করতে গিয়ে দেখা যায় মাছটি মা মাছ, পেটে ডিম। পরে মাছটির সাড়ে তিন লাখ টাকা দরে পুনঃনির্ধারণ করে বিক্রি হয়।

আরবি/জেডআর

Link copied!