শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

পুলিশ ফাঁড়ির কাছে সড়কে গাছ ফেলে বাস ডাকাতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০২:৩৬ পিএম

পুলিশ ফাঁড়ির কাছে সড়কে গাছ ফেলে বাস ডাকাতি

ছবি: সংগৃহীত

বরগুনা বাখেরগঞ্জ মহাসড়কে গভীর রাতে বাস ডাকাতি সংঘটিত হয়েছে। পুলিশ ফাঁড়ি থেকে ১ কিলোমিটারের মধ্যে সড়কে গাছ ফেলে ডাকাতরা ৩টি বাস গতিরোধ করে।

এ সময় সামনে থাকা ঢাকা থেকে ছেড়ে আসা ইমরান পরিবহনে ওঠে ডাকাতরা ১০ থেকে ১৫ জন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়।

ঘটনা ঘটেছে আজ রাত সাড়ে ৩টার সময়। আঞ্চলিক মহাসড়কের বরগুনা সদর ও বেতাগী উপজেলার সীমানা এলাকা গলাচিপা নামক স্হানের নিকটে।

ডাকাতের কবলে পড়া যাত্রী হেমায়েত উদ্দিন মুঠোফোনে জানান, চান্দখালী বাজার থেকে একসঙ্গে ৩টি পরিবহন কাছে থেকেই বরগুনার দিকে আসছিল। চান্দখালী পুলিশ ফাঁড়ি ও গলাচিপা বাজারের মাঝামাঝি জায়গায় ডাকাতরা গাছ ফেলে গাড়ি গতিরোধ করে।

এ সময় ইমরান পরিবহনে ওঠে ১০-১৫ যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়। 

এ বিষয়ে বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ডাকাতির ঘটনা শুনেই পুলিশ দ্রুত ঘটনাস্হলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়েই ডাকাতরা দ্রুত সটকে পড়ে। পরে পুলিশি পাহাড়ায় যাত্রী ও বাস বরগুনায় আনা হয়।

আরবি/জেডআর

Link copied!