শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

বিকল ট্রলারে পাঁচদিন সাগরে ভাসছিলেন ১২ জেলে

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৩:৫৩ পিএম

বিকল ট্রলারে পাঁচদিন সাগরে ভাসছিলেন ১২ জেলে

ছবি: সংগৃহীত

মাছ শিকারে গিয়ে পাঁচ দিন ধরে সাগরে ভাসছিলেন চট্টগ্রামের বাঁশখালীর ১২ জেলে। গত ১৮ মার্চ ট্রলারের ইঞ্জিন বিকল হয়। মোবাইল ইন্টারনেট সংযোগ না পাওয়ায় সাহায্যও চাইতে পারছিলেন না। টানা পাঁচদিন সাগরে ভাসছিলেন। অতঃপর ২৩ মার্চ রাতে মোবাইলে ইন্টারনেট পান। জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্যের অনুরোধ জানান মো. হাসান।

সোমবার (১৭ মার্চ) মাছ শিকারের জন্য সাগরে যান জেলেরা।

জানা গেছে, সাহায্যের জন্য করা কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল লিটন মিয়া। তিনি কক্সবাজার কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ, মহেশখালী থানা ও মহেশখালী নৌ-পুলিশকে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে তাদের উদ্ধারে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এএসআই লোকমান হোসেন এবং এএসআই সিরাজুল ইসলাম।

জেলেরা সাগরে তাদের সঠিক অবস্থান বলতে না পারায় উদ্ধার তৎপরতায় কিছুটা বিলম্ব হয়। কিন্তু অবস্থান শনাক্ত করে কক্সবাজার কোস্টগার্ডের উদ্ধারকারী দল উপকূল থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরত্বে বঙ্গোপসাগরের ‘সোনাদিয়ার পেট’ থেকে ২৪ মার্চ সকালে ১২ জেলেসহ ট্রলারটিকে উদ্ধার করে।

আরবি/এসএমএ

Link copied!