ময়মনসিংহে কাভার্ডভান চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
জানা য়ায় গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়েকর চুরখাই পাঁচরাস্তা মোড়ে রাস্তা পারাপারের সময় রাস্তা পারাপারের সময় নাস্তা করার সময় স্বামী আ. হেকিম (৮০) ও স্ত্রী আজমারা খাতুন (৭০) নিহত হয়েছেন ।
মযমনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি সফিকুল ইসলাম জানান, এ সময় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল। নিহতদের বাড়ি চুরখাই এলাকায়।
আপনার মতামত লিখুন :