নেত্রকোনার কলমাকান্দায় পাচারের সময় ভিজিএফের ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার পশ্চিম নাজিরপুর এলাকা থেকে এসব চাল উদ্ধার করে থানা পুলিশ।
এ ঘটনায় মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে নাজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে স্থানীয় লোকজন। এতে অংশ নেন তিন শতাধিক মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, গরিব ও দুস্থ মানুষের জন্য ঈদ উপহার হিসেবে সরকারিভাবে ১০ কেজি চাল বিতরণ করার জন্য দেওয়া হয়। বিতরণে অসহায়ের মধ্যে চাল কম দেয়া হয়েছে। সেইসঙ্গে অনেক অসহায় পরিবার চাল পাননি।
সেই চাল চুরি করে বিক্রি করে দিতে চেয়েছিল চেয়ারম্যান। স্থানীয় লোকজন আরও বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে চেয়ারম্যানকে অপসারণ না করা হলে উপজেলা ঘেরাও করার হুশিয়ারি দেন।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে সরকারি ১০ বস্তা চাল উদ্ধার করা হয়।