এতিম ও সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্র ৩ শতাধিক নারী পুরুষ ও শিশুর হাতে ঈদের নতুন জামা আর ঈদ সামগ্রী তুলে দিয়েছেন কক্সবাজারের স্বেচ্ছাসেবী সংগঠন হামীম মুফিজ ফাউন্ডেশন।
আজ মঙ্গলবার (২৫ মার্চ ) বিকালে কক্সবাজার সাগর পাড়ের দরিয়া নগর, ঝাউবাগান ও আশপাশ এলাকার ৩ শতাধিক হতদরিদ্র, ছিন্নমুল নারী, পুরুষ ও শিশুদের হাতে উপহার তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠন হামীম মুফিজ ফাউন্ডেশন চেয়ারম্যান জয়নাল আবেদীন।
ঈদ সামগ্রী আর ঈদের নতুন জামা পেয়ে উচ্ছ্বাসিত অসহায় শিশু নাছিমা বেগম (১০) বলেন, বাবা নেই। মা অন্যের বাসায় কাজ করে যা আয় করেন তা দিয়ে কোনমতে সংসার চলে। ঈদে নতুন পোশাক ও ঈদ সামগ্রী পেয়ে খুবই আনন্দিত। বাবা মারা যাওয়ার পর মায়ের পক্ষে ঈদের নতুন জামা পাওয়াতেও ছিল শঙ্কা। অনেকদিন ধরে নতুন কোনো জামা কেনা হয়নি। এবার নতুন জামা ও উপহার পেয়ে আনন্দের শেষ নেই।
ঈদের নতুন জামা আর ঈদ সামগ্রী বিতরণের সময় হামীম মুফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১০ বছর ধরে হতদরিদ্র, অসহায় নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে আসছে সংগঠনটি।