বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সাংবাদিকদের সম্মানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দোয়া ও ইফতার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৮:১৪ পিএম

সাংবাদিকদের সম্মানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দোয়া ও ইফতার

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোরের নলডাঙ্গা শাখা।

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা শাখার কার্যালয়ে নলডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডঃ মো. জিয়াউল হক বলেন সাংবাদিক জাতির বিবেক তারা তাদের লেখনীতে সত্যতা তুলে ধরবে। জনগণ যে সকল সুবিধা থেকে বঞ্চিত সেই সকল বিষয়ে সাংবাদিক লিখনের মাধ্যমে তুলে ধরবে। 

বিগত দিনে এই উপজেলায় অনেক সাংবাদিক ছিল তাদের একটি সংগঠনও ছিল তারা কোন দলের পক্ষপাতিত্ব করার কারণে তারা বিলুপ্ত হয়ে গেছে।আপনার এখন যারা আছেন তারা আপনারা নিরপেক্ষ নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করবেন দখলদারী টেন্ডারবাজি চাঁদাবাজির বিষয়ে তুলে ধরবেন।

দোয়া ও ইফতার মাহফিলে শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা পৌরসভা শাখা সভাপতি মো. সাইফুল ইসলাম সভাপত্ত্বিত করেন। প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডঃ মো. জিয়াউল হক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. মামুনুর রশিদ মোল্লা, নলডাঙ্গা পৌরসভা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা মো. আব্দুল বারিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাব্বানীসহ প্রমুখ। 

আরবি/আবু

Link copied!