কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের ধরলা নদীর চর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮ টার দিকে স্থানীয় লোকজন বালুচরে দুই পা হাঁটু পর্যন্ত বাইরে রেখে সারা শরীর বালুর নিচে চাপা দেয়া অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা ফুলবাড়ী থানা পুলিশকে খবর দেয়।
ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রংপুর পুলিশের ক্রাইম সিন টিমকে খবর দিলে তারা এসে ফুলবাড়ী থানা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, ‘আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করি। পাশাপাশি রংপুর থেকে ক্রাইম সিন টিম এসে মরদেহ উত্তোলন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে দুই-তিন দিন আগে হত্যা করে নির্জন চরে বালু দিয়ে ঢেকে রাখা হয়েছিল। নিহতের পরিচয় সনাক্তসহ হত্যার বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’
আপনার মতামত লিখুন :