নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নয়ামাটি এলাকার ইউরোটেক্স নীটওয়্যার কারখানার ৯৬ জন চাকরিচ্যুত পোশাক শ্রমিক তাদের বকেয়া বেতন-ভাতা সহ আইনগত পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।
সমাবেশে শ্রমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষীয় সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি করা হয়। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বিকেএমইএ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউরোটেক্স নীটওয়্যারের শ্রমিক সাকিব, এবং সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম, গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সভাপতি দুলাল সাহা, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অঞ্জন দাস, শ্রমিক নেতা সালাউদ্দিন, এবং কারখানার শ্রমিক ইয়াছমিন, নদী, বিথী আক্তার প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ফতুল্লার ইউরোটেক্স নীটওয়্যারে ৯৬ জন শ্রমিককে ঈদের আগে চাকুরিচ্যুত করা কোনভাবেই মেনে নেওয়া যায় না। মালিকপক্ষ ২৪ মার্চ জেলা প্রশাসনের ত্রিপক্ষীয় আলোচনায় না আসায় শ্রমিকরা তাদের বকেয়া পাওনা না পেয়ে খালি হাতে ফিরে যায়।
বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এবং ২৬ মার্চ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বস্ত করার পর আন্দোলন স্থগিত করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, ঈদুল ফিতরের আগে শ্রমিকদের বেতন-বোনাস এবং বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। সরকার, শ্রমিক ও মালিক পক্ষের ত্রিপক্ষীয় সিদ্ধান্ত মোতাবেক ২০ রমজানের মধ্যে সকল শ্রমিকের পাওনা পরিশোধের ঘোষণা দেওয়া হয়েছিল, তবে এখনও অনেক কারখানায় পাওনা পরিশোধ হয়নি।
শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন পরিশোধে আর কোনো কালক্ষেপণ করা যাবে না।