শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

কেরাণীগঞ্জে যুবককে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ৪

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৯:৩৩ এএম

কেরাণীগঞ্জে যুবককে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ৪

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে মীর জুবায়ের (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।

গ্রেপ্তার আসামিরা হলেন- দক্ষিণ কেরাণীগঞ্জ থানার শুভাট্যা পূর্বপাড়ার মৃত মুকবল হোসেনের ছেলে মো. রায়হান হোসেন (৩০), হাসেম তপাদারের ছেলে মো. সোহাগ (৩০), চুনকুটিয়া চৌরাস্তা এলাকার মো. শফিকুর রহমানের ছেলে মো. ইফতেখার রহমান ওরফে সেজান (৩০) ও শরীয়তপুরের জাজিরা থানার হালিম মাদবর কান্দি এলাকার আসেদ আলী ব্যাপারীর ছেলে মো. সোলেমান (৩৬)।

এর আগে, গত শনিবার (২২ মার্চ) দুপুরে শুভাঢ্যা উত্তরপাড়া (গোলামবাজার) এলাকার মীর হাবিবুর রহমানের ছেলে মীর জুবায়েরকে সন্ত্রাসী মোল্লা ফারুক নেতৃত্বে ৫০-৬০ জন মিলে  ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার এক পর্যায়ে প্রকাশ্যে তাকে গুলি হত্যা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর রমনা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসামি চারজনই মোল্লা ফারুকের নেতৃত্বে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।  

 

আরবি/এসআর

Link copied!