গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদ করতে বাড়ি ফিরছেন মানুষেরা। এখন পর্যন্ত মহাসড়ক ফাঁকা থাকলেও চন্দ্রা মোড় এলাকায় যানবাহনের জটলা রয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার জন্য চন্দ্রা মোড় ও চান্দনা চৌরাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
উত্তরবঙ্গগামী ঈদে ঘরমুখো লোকজন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে গাড়ির জন্য অপেক্ষা করছেন। যাত্রীদের অভিযোগ, অনেক গাড়িতেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। চন্দ্রা টিকিট কাউন্টার বন্ধ থাকায় যাত্রীরা বাসের জন্য রাস্তার পাশে অপেক্ষা করছেন।
মহাসড়কে সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্যরা মোতায়েন রয়েছে।
এবারের ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। আজ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি, বৃহস্পতিবার দিন অফিস খোলা থাকলেও অনেকেই এ দিন ছুটি নিয়ে আজই বাড়ি ফিরছেন।
আপনার মতামত লিখুন :