ঢাকা শনিবার, ২৯ মার্চ, ২০২৫

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ১২:০৩ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নগরের চটেশ্বরী সড়কে এ মিছিল করতে দেখা যায় তাদের। মিছিলে ৩০ থেকে ৪০ জন অংশ নেন। মিছিল থেকে তারা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও স্বাধীনতা দিবস নিয়ে স্লোগান দিয়েছেন।

মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্নজন পোস্ট করেছেন। পোস্টের নিচে চটেশ্বরী সড়ক লেখা রয়েছে। এ ছাড়া ওই সড়কের বিভিন্ন দোকানের সাইনবোর্ডও দেখা যাচ্ছিল।

মিছিলকারীদের কারো কারো মাস্ক পরা ছিল। মিছিল করার সময় তাদের ‘স্বাধীনতার এই দিনে, মুজিব তোমায় পড়ে মনে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায় ভিডিওতে।

এ বিষয়ে চকবাজার থানার ওসি জাহেদুল কবিরের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা বলেন, ‘ইফতারের সময় একটি মিছিল বের করা হয়েছিল। তখন আজানের শব্দ শোনা যাচ্ছিল। আমরা ভিডিওগুলো সংগ্রহ করে দেখছি। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’