পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ থাকবে। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।
বুধবার (২৬ মার্চ) সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতরের সরকারি ছুটির কারণে বন্দর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে এ সময়ের মধ্যে বাংলাদেশ-ভারত বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. জামিরুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে। ফলে পাসপোর্টধারী যাত্রীরা পূর্বের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
আপনার মতামত লিখুন :