নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ শ্রমিক হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বরুনকান্দি এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।
নওগাঁ সদর মডেল থানার থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, সকালে খবর পেয়ে অজ্ঞান অবস্থায় ৬ জনকে উদ্ধার করা হয়। এরপর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহর ও শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. আবু জার গাফফার জানান, হাসপাতালে আসার পরে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক তাদের পর্যবেক্ষণে রেখেছেন।
আপনার মতামত লিখুন :