শনিবার, ২৯ মার্চ, ২০২৫

চট্টগ্রামে হেফজখানার শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক আটক

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৪:৩৭ পিএম

চট্টগ্রামে হেফজখানার শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক আটক

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষককে রাতেই গ্রেপ্তার করা হয়।  

মঙ্গলবার (২৫ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড চাদের পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

আটক শিক্ষকের নাম মোহাম্মদ আফনান (২৪)। তিনি উপজেলার ছদাহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দস্তিদার হাট এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে ও উপজেলার ধর্মপুর ইউনিয়নের চাদের পাড়া হেফজখানার শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার এক হেফজখানায় পডুয়া ৯ বছরের এক শিশুকে শিক্ষক আফনান গত কয়েকদিন ধরে বলাৎকার করে আসছিলো।

গত সোমবারও একই ঘটনা ঘটে। পরে এ ঘটনা ওই শিশু বাড়িতে জানালে পরিবারের লোকজনসহ এলাকাবাসী অভিযুক্তকে ধরে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত ওই শিক্ষক বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুজুরকে আটক করে নিয়ে যান।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল হাসা জানান, বলাৎকারের ঘটনায় অভিযুক্তকে আটক করে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরবি/জেডি

Link copied!