বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ যা করেছে তার কোন চরিত্র বিএনপির কোন নেতা কর্মীর মধ্যে ফিরে আসুক বিএনপি তা মেনে নেবে না।
শহীদ নাজমুল এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্নত্যাগ কোনদিন মুছে যাবে না।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঝিকরগাছার শহীদ জাবিরের কথা স্মরণ করে তিনি বলেন, যারা আওয়ামী ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে তারা গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যই জীবন দিয়েছে।
অমিত বলেন, জিয়াউর রহমান এ দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন।
মানবাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন।
আওয়ামী লীগ জনগনের অধিকারকে নষ্ট করেছে। বাক স্বাধীনতাকে হরণ করেছে ।
আজও দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। গণতণ্ত্রকে চুড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।
বুধবার বিকেলে ঝিকরগাছা পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নী, যশোর চেম্বার অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপি নেতা গোলাম রেজা দুলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর আহম্মেদ সিদ্দিকি বাচ্চু, কাজী আজম প্রমুখ।
ঝিকরগাছা পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
স্হানীয় ঝিকরগাছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন।
উপস্থিত ছিলেন, ছিলেন ঝিকরগাছা থানা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহি টিপু, সাবেক যুগ্ন আহবায়ক আশফাকুজ্জামান রনি, শফিউল আজম রুমি, পৌর বিএনপির সাধারণ রাশেদুল মোমিন সুজন, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা, আলি হোসেন লালটু, জেলা যুবদল নেতা এম তমাল আহমেদ প্রমুখ।