শনিবার, ২৯ মার্চ, ২০২৫

আক্কেলপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের ইফতার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৯:২৬ পিএম

আক্কেলপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের ইফতার

ছবি: রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৬মার্চ) পৌর শহরের আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে মাওলানা শফিউল হাসান দিপুর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-২ (কালাই ক্ষেতলাল আক্কেলপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারী এস এম রাশেদুল আলম সবুজ বক্তব্য রাখেন।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, বায়তুলমাল সেক্রেটারি হাবিবুর রহমান, অফিস সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, পৌর সেক্রেটারি মোঃরিপন হোসেন, গোপীনাথপুর ইউনিয়ন শাখা আমীর অধ্যাপক আব্দুল মজিদ, তিলকপুর ইউনিয়ন শাখা সভাপতি নজরুল ইসলাম, রুকিন্দীপুর ইউনিয়ন শাখা সেক্রেটারি মোতাসিম বিল্লাহ আপেল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরবি/আবু

Link copied!