বড় ধরণের দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস।
রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনটি ২৬ মার্চ বুধবার সকাল পোনে ১০ টায় কুষ্টিয়া কোর্ট স্টেশনে এসে পৌঁছায়। এ সময় ট্রেনের শেষ বগির নিচে চাকায় প্রচণ্ড ধোঁয়া লক্ষ্য করেন স্থানীয়রা।
তাঁরা দ্রুত ট্রেনে থাকা কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন।
স্থানীয়রা বালতি বালতি পানি ঢেলে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় ধোঁয়া নেভাতে সক্ষম হয়।
এ বিষয়ে মধুমতী এক্সপ্রেস ট্রেনের পরিচালক রাকিব খান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের ব্রেক বাইন্ডিং হবার কারণে এমন ঘটনা ঘটেছে। এর আগে পোড়াদহ রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটেছে। পথিমধ্যে আবারও এমন ঘটনা ঘটে।
মধুমতী এক্সপ্রেস ট্রেনের এ্যাটেন্ডেন্স আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় যাত্রীদের কোন প্রকার ক্ষয় ক্ষতি হয়নি। ব্রেক বাইন্ডিং হবার কারণে ধোঁয়ার সৃষ্টি হয়েছে।
আশাকরি নিরাপদে যাত্রীদের নিয়ে পৌঁছাতে পারবো।
আপনার মতামত লিখুন :