নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত সহ দেশনেত্রী
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামমনায় আলোচনা সভার মধ্যদিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
২৪তম রমজান বুধবার উপজেলার মিনি স্টেডিয়ামে পত্নীতলা থানা বিএনপির আহবায়ক মো. আক্কাস আলীর সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়োজিত
হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি,
সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহবায়ক,জেলা
বিএনপির সদস্য মাসুদ হাসান তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা জাসাস এর
সাধারণ সম্পাদক এসকে ইকবাল ইকবাল রাব্বি, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, নজিপুর পৌর বিএনপি`র
সভাপতি আলহাজ্ব মো. ওয়াজেদ আলী, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপুসহ জেলা
উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জোহা খান বলেন, আমরা বিনা ভোটের সরকার গঠন করতে চাইনা,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি জনগণের আস্থা রয়েছে, জনগণের অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমে আমরা সরকার গঠন করতে চাই।
স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা ধর্মের নামে রাজনীতি করিনা।
আমরা এখনো ক্ষমতায় যাইনি, দেশ স্বৈরাচারের শোষন থেকে মুক্ত হয়েছে তবে সেটার প্রত্যাবর্তন যেন আমাদের দ্বারা না ঘটে।
ঘুষ দূর্নীতি বা চাঁদাবাজির মত অপকর্মে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের হুশিয়ারি দেন তারা।