ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

ইজিবাইকের চাপায় প্রাণ গেল দাদি-নাতির

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ১০:০২ এএম
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইকের চাপায় দাদি-নাতি নিহত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মহম্মদপুর-বোয়ালমারী আঞ্চলিক সড়কের শাহ জাফর মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাটময়না গ্রামের আমিনুল রহমান মোল্লার স্ত্রী পারভিন বেগম (৪০) ও তার চার মাসের চাচাতো নাতি মহশিন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) রেজাউল করিম জানান, পারভিন বেগম তার কোলে থাকা নাতিকে নিয়ে বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে উল্টে যায়।

বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, ইজিবাইক চাপায় দাদি ও নাতি নিহত হয়েছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।