নাটোরের লালপুরে বনপাড়া-পাবনা মহাসড়কে গোধড়া এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছে। এতে আরও ২ জন আহত হয়েছে।
নিহতরা হলেন- বগুড়া সদর কৈপাড়া এলাকার আবুল কাশেম মন্ডলের পুত্র শাহারিয়ার শাকিল (৩৫) সামাইরা খাতুন (২) ।
আহতরা হলেন- প্রাইভেটকার ড্রাইভার অজ্ঞাত ও নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী (২৬)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পাবনা-বনপাড়া মহাসড়কের কদিমচিলান ইউনিয়নে গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, যশোর থেকে ছেড়ে আশা প্রাইভেট কার লালপুরের কদিমচিলান গোধড়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাবলা গাছের সাথে ধাক্কা লেগে প্রাইভেটকার দুমড়ে মুচড়ে যায়।
পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে স্থানীয় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহারিয়ার শাকিলের স্ত্রী আহত আয়শা আক্তার রুনী পাটোয়ারী হাসপাতালে ভর্তি আছে, আহত প্রাইভেটকার ড্রাইভারকে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বপনাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, নিহত বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটিও থানায় আনা হয়েছে।