ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫

জুলাই চেতনার সঙ্গে মিল না থাকায় ঢেকে রাখা হলো মুক্তিযুদ্ধের ম্যুরাল

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৪:৫৪ পিএম
কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে মুক্তিযুদ্ধের ম্যুরাল

মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ ২০২৫ এ লালমনিরহাটে বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, উনসত্তরের গণ অভুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে নির্মিত লালমনিরহাট শিশু পার্কসংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চের ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে রাখার ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ মার্চ) সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের এরিয়া কোঅর্ডিনেটর মো. মোরশেদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এতে এলাকা জুড়ে তীব্রনিন্দা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সনাকসহ আরও স্থানীয়রা প্রতিবাদ জানিয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলার মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক হিসেবে নির্মিত লালমনিরহাট শিশু পার্কসংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতি মঞ্চে স্থাপিত ম্যুরাল স্মৃতিস্মারকটি প্রশাসনের পক্ষ থেকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়।

এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হওয়ায় ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তিনি আর কিছু বলতে রাজি হননি।

সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করতে এসে বিষয়টি সনাকের নজরে আসে। এ সময় সনাক লালমনিরহাট সহ-সভাপতি বলেন, মুক্তিযুদ্ধের কার্যক্রম পরিচালনায় ৬নং সেক্টর হিসেবে চিহ্নিত লালমনিরহাট এ গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস এবং আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশাসনের এরূপ কর্মকান্ড মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ন পরিপন্থি।’

তিনি বলেন, যে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানে আমরা এ দেশ পেয়েছি তাদের ইতিহাস ও স্মৃতিচিহ্ন ঢেকে দেওয়ার অর্থ হচ্ছে তাদের অবদান ও মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা।

লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক সুফী মোহাম্মদ তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে লেখেন, ‘লালমনিরহাট শিশু পার্কসংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চে স্থাপিত ম্যুরাল স্মৃতিস্মারকটি যদি চলমান সময়ের জন্য অনুপযুক্ত হয়, প্লিজ! কর্তৃপক্ষ, ম্যুরালটি ধ্বংস করে দিন, তবু সারা বছর সবার জন্য উন্মুক্ত রেখে বিশেষ বিশেষ দিনে কাপড় দিয়ে ঢেকে সার্কাস করবেন না।’