রবিবার, ৩০ মার্চ, ২০২৫

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস মার্কেটে

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৫:৩৪ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস মার্কেটে

ছবি: রূপালী বাংলাদেশ

যশোরের মণিরামপুরে যমুনা লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি মার্কেটে ঢুকে পড়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার চিনাটেলা বাজারে দুর্ঘটনাটি ঘটে। এতে বাসের হেলপারসহ ৯ জন আহত হয়েছেন।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ব ১২-২২৮৯) সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলো। 

পথিমধ্যে  চিনাটোলা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের একটি মার্কেটে ঢুকে পড়ে।

এতে  বাসের ৮ যাত্রী ও হেলপার আহত হন। আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারা হলেন, সাতক্ষীরার আলামিন গাজী (২৬), আব্দুল মান্নান (৩৬), পারভীন রিক্তা (২৩), খুলনার লিটন (৩০)। বাকিরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। 

আরবি/আবু

Link copied!