যশোরের অভয়নগরে বাবার লাশ বাড়ির উঠানে ফেলে রেখে সন্তানেরা জমি ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলো। পরে গন্যমান্যদের হস্তক্ষেপে রাতে মৃতদেহ দাফন করা হয়। ঘটনাটি ঘটেছে অভয়নগর উপজেলার চলিশিয়ার কোটাগ্রামের পূর্বপাড়ায় ।
স্থানীয়রা জানিয়েছেন, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী হাবিবুর রহমান ওরফে হবি বিশ্বাস (৭০) বুধবার সকালে ইন্তেকাল করেন। তার (হবি বিশ্বাস) ৪ স্ত্রীর ৯ ছেলে মেয়ে রয়েছে। মৃত্যুর পর সন্তানেরা তার লাশ বাড়ির উঠানে রেখে জমি ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।
ছেলে আতাউর, সুমন, আনোয়ার ও হাফিজুর কবর খনন ও লাশ দাফনে বাঁধা দেয়। এ ভাবেই দুপুর গড়িয়ে বিকেল হয় তবুও কবর খনন করতে দেওয়া হয়নি। রাতে স্থানীয়দের নিয়ে শালিস বসানো হয়। তখন হবি বিশ্বাসের ছোট স্ত্রীর নামে থাকা ৮৩ শতক জমির মধ্যে ৫০ শতক অন্য স্ত্রীর সন্তানদের নামে লিখে দিতে রাজি হলে লাশ দাফনের অনুমতি মেলে। রাতে তার লাশ দাফন করা হয়।
এলাকার সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান মজুমদার জানান, জমি নিয়ে বিরোধের জেরে সন্তানেরা হবির লাশ দাফনে বাঁধা দিয়েছে।
চলিশিয়া ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, বাবার লাশ বাড়ির উঠানে ফেলে রেখে জমি ভাগাভাগিতে ব্যস্ত থাকার ঘটনাটি সত্যি কষ্টদায়ক।