রবিবার, ৩০ মার্চ, ২০২৫

গজারিয়ায় ৭০০ গাছ আগুনে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৬:০৭ পিএম

গজারিয়ায় ৭০০ গাছ আগুনে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

ছবি: রূপালী বাংলাদেশ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বৈদ্যেরগাও এলাকায় আগুন দিয়ে একটি বাগানের ৭০০ গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে এই ঘটনায় প্রায় ৩০০ আম গাছ ও ২০০ লেবু গাছ  ও ১০০ বনজ গাছ পুড়ে যায়।  

এক চাষী বলেন, ‘কেউ শত্রুতা করে বাগানে আগুন ধরিয়ে দিয়েছে। প্রথমে আগুন দেওয়ায় বিষয়টি বুঝতে পারিনি। পরের দিন সকালে বাগান দেখতে গিয়ে জানতে পারি। দুর্বৃত্তরা গাছের গোড়ায় পেট্টোল বা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এরকমই ধারনা করছেন স্হানীয়রা। বাগানে ৭০০ গাছের মধ্যে আগুনে প্রায় তিনশ’ আম গাছ ও দুইশত লেবু গাছ ও শতাধিক বনজ গাছ  পুড়ে গেছে।’

কেয়ারটেকার আ. সাত্তার জানান, ফজরের নামাজের পর পাশের বাড়ির এক মেয়ে ফোন দিয়ে বলেন, কাকা আমাগো কি আগুন দিয়ে পুইরা লাইবেন। আমি বললাম কেন কি হইছে মা। পরে জানতে পারি বাগানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি দেখে প্রায় অজ্ঞান হয়ে যাই।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, আমি কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

আরবি/আবু

Link copied!