ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫

কুয়েট ও ঢাবিতে চান্স পেলেন টাঙ্গাইলের মেধাবী প্রান্ত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৭:০৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সাফল্যময় সুন্দর আগামীর স্বপ্ন বুনছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া টাঙ্গাইলের মেধাবী মেহেদী হাসান প্রান্ত।

পারিবারিক অস্বচ্ছলতা থাকার পরেও পড়াশোনার প্রতিটি ধাপে মেধার প্রমাণ দিয়েছেন মেহেদী হাসান প্রান্ত।

৫ম শ্রেণী ও ৮ম শ্রেণীতে বৃত্তি পেয়েছেন। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও পেয়েছেন জিপিএ-৫।

মেহেদী হাসান প্রান্ত টাঙ্গাইল সদরের বেড়াবুচনা এলাকার সাগর আহমেদ মহরের ছেলে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ভর্তির চান্স পেয়েছেন।

মেহেদী হাসান প্রান্ত‍‍`র সাথে কথা বলে জানা যায়, শারিরীক অসুস্থতার কারনে তার বাবা ঠিকমত উপার্জন করতে পারে না।

পারিবারিক অস্বচ্ছলতার মধ্যেও অনেক কষ্টে পড়াশোনা করেছেন তিনি।

ভালোভাবে পড়াশোনা শেষ করে সঠিক কর্মের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে বাবা-মায়ের কষ্ট লাঘব করতে চান এবং দেশের জন্য ভালো কিছু করতে চান মেহেদী হাসান প্রান্ত।

মেহেদী হাসান প্রান্ত‍‍`র মা তাহমিনা আকতার জানান, ছোটবেলা থেকেই প্রান্ত মেধাবী। পড়াশোনার প্রতি তার খু্ই আগ্রহ।

শত প্রতিকূলতার মধ্যও পড়াশোনা থামায়নি। দেশবাসীর কাছে তার ছেলে প্রান্ত‍‍`র জন্য দোয়া চান তিনি।

টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শরীফা হক মেধাবী মেহেদী হাসান প্রান্তকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক শরীফা হক।