ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই। বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারে।
শাহবাজ টেইলার্সের মালিক শেখ সাদী জানান, আগুন কোথা থেকে লেগেছে তা আসলে সঠিকভাবে বলতে পারবো না।
এ অগ্নিকাণ্ডে আমার দোকানে অর্ডারকৃত ৬/৭শ তৈরিকৃত পাঞ্জাবি, পাজামাসহ অন্যান্য কাপড় পুড়ে যায়। এতে আমার ১২-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইনসাফ ফিসফিড ট্রেডার্স দোকানের মালিক মোঃ হারুন-অর-রশিদ জানান, শাহগঞ্জ বাজারের ব্রিজের পরে শাহবাজ টেইলার্সের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
এক নাগাড়ে টেইলার্সের দুইটি, হযরত শাহ্ছুফ (রা.) ডেকোরেটর, ইনসাফ ফিসফিড ট্রেডার্সসহ ৬টি দোকান ঘর ও মালামাল পুড়ে আনুমানিক এক থেকে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
গৌরীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সুলতান মিয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিটের সাহায্যে ৩৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হই। অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি হয়।
আপনার মতামত লিখুন :