রবিবার, ৩০ মার্চ, ২০২৫

যশোর সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয পণ্য আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৮:১৪ পিএম

যশোর সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয পণ্য আটক

ছবি: রূপালী বাংলাদেশ

যশোর সীমান্তে চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় ওষুধ, শাড়ীসহ চোরাচালানী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চোরাচালানী পণ্য বেনাপোল এলাকায় জড়ো করছে।

পরে দেশের বিভিন্ন এলাকায় পাচার করছে এসব পণ্য গোপন সংবাদে জানতে পেরে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

আটক করা হয়  ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন প্রকার ওষুধ, শাড়ী, তৈরি পোশাক, বিভিন্ন প্রকার আতশবাজি, পুরাতন এ্যান্ড্রয়েড মোবাইলফোন, মোটরসাইকেলের ইঞ্জিন হেড এবং কসমেটিক্স সামগ্রী।

আটককৃত মালামালের মূল্য এক কোটি ৫৪ লক্ষ ৬১ হাজার ৭৫০ টাকা। আটককৃত মালামাল শার্শা ও বেনাপোল পোর্ট থানার মাধ্যমে কাস্টমসে জমা করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল সহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত আছে বলে জানান তিনি। 

আরবি/আবু

Link copied!