ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫

‘বিএনপিতে কোনো তাঁবেদার ও সংস্কারপন্থি বাদীদের স্থান হবে না’

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৮:৪৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে।

আমাদের নেতার নির্দেশ আছে বিএনপিতে কোনো তাঁবেদার ও সংস্কারপন্থি বাদীদের স্থান হবে না।

ত্যাগীদের মূল্যায়ন করতে আমাদের তৃণমূল বিএনপি বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া‍‍র রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, একদল কুচক্রীমহল দলে নাম ভেঙে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে বিএনপি নাকি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোতালেব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সদস্য সেলিম হক রুমি, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক সেলিম আহমেদ দিপু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মিঠু আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমসহ প্রমুখ।  

আলোচনা সভা শেষে তৃণমূল নেতাদের নিয়ে বেগম খালেদা জিয়া‍‍`র সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।