সোমবার, ৩১ মার্চ, ২০২৫

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ১০:৪৬ এএম

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

ছবি: সংগৃহীত

গাজীপুর সদরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় মহাসড়কের সানপাওয়ার সিরামিকস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি, তবে তাদের নাম রাজু ও জিয়ারু বলে জানা গেছে। একজন পিকআপের হেলপার, আরেকজন মুরগি ব্যবসায়ী ছিলেন।

সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমদ জানান, ময়মনসিংহগামী একটি মুরগিবাহী পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার ও মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। পিকআপ চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহরে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানান ওসি।

আরবি/এসআর

Link copied!